আজ ২১শে ফ্রেব্ররুয়ারী প্রহর। আর কিছুক্ষণ পর সবাই শ্রদ্ধা জানাবে ভাষা শহীদের।
সারাদিন স্কুল এ থেকে বাসায় এসে হুমায়ূন আহমেদ এর “ভ্রমনসমগ্র” শেষ করলাম। লেখকের অন্য বইয়ের মত এটাও ভাল লাগলো। যদিও অনেক গল্পই আগে পড়েছি তারপরও ভাল লাগল।
এই বইয়ে কিছু ঘটনা মনে থাকবে অনেক দিন। তেমনি একটি; “বাংলাদেশ নাইট”- মোরহেড সেস্ট ইউনিভার্সিটিতে হওয়া ঘটনা।
হুমায়ূন আহমেদ এর বই পড়ে মনে হয় মাঝে মাঝে লেখক হই। আমি বলছি না তার মত লেখক হতে আমি চাই আমার মত লেখক হতে। আমার বিশ্বাস সবাই সবার নিজের মত। আমারা একজন কে আর একজনের সাথে মিলাতে গিয়েই ভুল করি।
আমার খুব ভাল লাগে স্যার (হুমায়ূন আহমেদ) এর জীবন দর্শন, মানুষ পর্যবেক্ষণ করার ক্ষমতা আর অসাধারন বর্ণনা করার ক্ষমতা। দর্শন যে সব সময় ভাল লাগে তা না। তবে প্রায়ই ভাল লাগে।
অনেক কথা মনে আসে একবারে। কিন্তু কিছু মনে থাকে না। কোনোকিছু লিখতে ইচ্ছে করছে না।