তনুর গাওয়া গান

Tonu singing

গানটা আমার এক ছোট ভাই “তনু“র, ও অনেক দরদ ভরে গানটা করত ..।

একটা দিন কি তুমি কাঁদাতে পারনা

একটা দিন কি ভেজাতে পার না
আমার শূন্য আকাশ দেখনা
খুব ইচ্ছে আমার … তুমি আমার
কাছে ।
আমি আছি রেখে হাত তোমার
হাতে ।

বিষন্ন এ মন, একা যখন, তোমায়
ছুঁয়ে আসা বাতাস বলে,
আছ তুমি কাছে ।

জ্যোৎন্সা ভেজা রাতে একা
চাঁদের সাথে জেগে
থাকা পাখিরাও বলে
তোমার কথা…. জাগে
আমার সাথে।

খুব ইচ্ছে আমার … তুমি আমার
কাছে ।
আমি আছি রেখে হাত তোমার
হাতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *