২০১৭ সাল থেকে বাড়ির বেড রুম থেকে হাটি হাটি পা পা করে যাত্রা করে আজ ৬ বছর পূর্ণ করল “শপ কুইন” । শপ কুইন এর প্রাণ ভোমরা, এডমিন, সত্ত্বাধিকারী এবং আমার সহধর্মিণী “সেতু রানী মোদক” বেশ কয়েক দিন থেকেই বলছিল এবার অন্য রকম করে ফাউন্ডেশন ডে উদযাপন করি; ‘সবার কাছে শপ কুইন নিয়ে খোলা চিঠি নেই’। ঠিক সেই জন্যই সে আমার কাছেও চাইল।
বেশ কয়েক দিন থেকেই ভাবছিলাম কি লিখা যায়? মাথায় আসছে না কিছুই, তার মধ্যে আবার অনেক গুলো চাপে আছি আমার নিজের ব্যবসা নিয়ে। যাই হোক রাতে ঘুমাতে যাওয়ার আগে ‘সেতু’ আমাকে বলল তুমি একবার শুধু আমাদের শপ কুইন এর ফেসবুক পেজে ঘুরে আস! কি যে ভাল লাগবে তোমার আমি তোমাকে সেটা বুঝাতে পাচ্ছি না।
ঘুরে এসে আমার কি লিখা উচিত তা আর ভাবতে হল না! নিচের খোলা চিঠিগুলো দেখে বুঝলাম আমার সহধর্মিণী যা করেছে তা সত্যি অনেক অনেক প্রশংসনীয়।
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা ❤️❤️❤️
অনেক অনেক অনেক ভালোবাসা সপকুইনকে। অনলাইনে কোনো পেইজ যদি মানসম্মত এবং মনেই মতো পছন্দসই ড্রেস দেয় তা হলো সপকুইন। সপকুইনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
Shubho jonmodin shopqueen.shopqueen emon ekti bishassto online page jekhane shadh ebong shaddher moddhe exclusive designer quality full unique dress pawa jai. Shopqueen bhabishate aro aro anek boro hok ei kamona kori.Abaro shopqueen k jonmodin er shuveccha.Love u shopqueen.
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
Apnader anek anek suvho kamona roilo prothista barsiki upolokkey
Mon thekey anek vhalobasa sokoler jonno
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
আমি অনেক অনলাইন থেকে জমা কিনি কিন্তু ছবিতে দেখি একরকম বাট সামনাসামনি অন্য রকম,অনেক সময় কাপড় কম পড়ে। কিন্তু শপ কুইন থেকে কাপড় কিনে কোনো টকী কিনি,দামে ও কম ,মান ও খুব ভালো।আর দিদিদের ব্যবহার খুব ভালো ।কোনো খারাপ ব্যাবহার করে না। আশীর্বাদ করি দিদির বিজনেস আরো অনেক বড় হোক ।
শুভ জন্মদিন, শপ কুইন
অনেক অনেক শুভকামনা রইল শপ কুইন এর প্রত্যেক টীম মেম্বারের জন্য। আর টীম লিডার সেতু আপনার সন্তান সম শপ কুইন এর জন্য রইল অনেক অনেক ভালোবাসা।ভালোবেসে দায়িত্ব আরো বাড়িয়ে দিলাম আরো নতুন কিছু করে সবাই কে চমকে দেওয়ার জন্য। ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই এই ছোট্ট ভালোবাসা।
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা সপ কুইনের জন্য। সপ কুইন আরও এগিয়ে যাক মন থেকে যাই।
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা ও একরাশ ফুলের শুভেচ্ছা আরো সামনে এগিয়ে যাওএই কামনা করি ।
শুভ জন্মদিন
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভালোবাসার বার্তা
শপকুইনের সাথে ২০২০ সাল থেকে পরিচয় , শপকুইন মানে ভালোলাগা আর ভালোবাসা, শপ কুইন থেকে কেনা সবগুলো ড্রেস পরছি অনেক satisfaction নিয়ে।২০২০ থেকেই আমার মা সেতু আন্টির লাইভ দেখতো, তখন থেকে এক পর্যায়ে আমারো ভালো লাগার শুরু হয়। আমার মা তখন সবসময় ই বলতেন যে সেতু আন্টির ব্যাবহার আর তাদের নিখুঁত কাজ অনেক ভালো , পরে ক্রমশ আমাদেরো লাইভ দেখা শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত মোট ৩৫টার মতো ড্রেস এবং ২টো মসলিন শাড়ি নেওয়া হয়েছে যা এক কথায় অতুলনীয় ছিলোশপকুইনের সাথে ছিলাম, আছি ও থাকবো, শপকুইনের সাফল্য আরোও এগিয়ে যাক, শুভ জন্মদিন শপকুইন
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা ও একরাশ ফুলের শুভেচ্ছা আরো সামনে এগিয়ে যাওএই কামনা করি ।
শুভ জন্মদিন
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভালোবাসার বার্তা
শপকুইনের সাথে ২০২০ সাল থেকে পরিচয় , শপকুইন মানে ভালোলাগা আর ভালোবাসা, শপ কুইন থেকে কেনা সবগুলো ড্রেস পরছি অনেক satisfaction নিয়ে।২০২০ থেকেই আমার মা সেতু আন্টির লাইভ দেখতো, তখন থেকে এক পর্যায়ে আমারো ভালো লাগার শুরু হয়। আমার মা তখন সবসময় ই বলতেন যে সেতু আন্টির ব্যাবহার আর তাদের নিখুঁত কাজ অনেক ভালো , পরে ক্রমশ আমাদেরো লাইভ দেখা শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত মোট ৩৫টার মতো ড্রেস এবং ২টো মসলিন শাড়ি নেওয়া হয়েছে যা এক কথায় অতুলনীয় ছিলোশপকুইনের সাথে ছিলাম, আছি ও থাকবো, শপকুইনের সাফল্য আরোও এগিয়ে যাক, শুভ জন্মদিন শপকুইন
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
Shopqueen ar protishta barshiki upolokkhe shopqueen k onek onek ovinondon roilo… Avabe shopqueen team amader shobar valobasha niye aro onek onek dur agiye jak ai kamonai kori
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
খুব ব্যস্ততায় দিন যাচ্ছে আপু
একদিকে ভাইভার প্রস্তুতি অন্যদিকে ছোট বাবুকে একা হাতে সামলিয়ে উঠতে বেগ পেতে হচ্ছে।দুআ কর আপু।
শপকুইন সবসময়ই আমার এবং আমার পরিবারের ভালবাসার জায়গা। বিশ্বস্ততার আর এক নাম শপকুইন।অনেক দূর এগিয়ে যাও আপু।আর আমাদেরকে এভাবেই মানসম্মত ড্রেস রিজনেবল দামে উপহার দাও।সবসময়ই সাথে আছি ইনশাআল্লাহ।অনেক ভালবাসা আর দুআ রইল
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
শপকুইন এর প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে
অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সামনে এগিয়ে যাও শপকুইন শুভ জন্মদিন শপকুইন
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
Shopqueen er prothista barshiki upollokhe onek onek shuvo kamona. Sei sathe SETU DIDI R UNAR SOKOL TIM MEMBER DER O onek shuveccha. Wish you all the best . R o agea jao. Onek onek dowa.
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
সামনে আরো এগিয়ে যাও সব কুইন তোমাদের জন্য দোয়া আর ভালবাসা রইল হ্যাপি বার্থডে টু ইউ শপ কুইন
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
শপকুইনের যন্ত্রনায় আর বাঁচিনা। শপকুইন ভালোবাসা শিখালো, দেশিয় পোশাকের প্রতি আকর্ষণ বাড়ালো, স্ক্রিনশট দেয়া শেখালো,টপফ্যন না রিওয়ার্ড পয়েন্ট শেখালো, রিভিউ দেয়া শেখালো , এখন আবার ভিডিওবার্তা শিখতে হবে। জামাকাপড় মাড় দিব কখন আর ভাঁজ করে রাখবো কখন আর লাইভ দেখবো কখন আর শিক্ষকতা করবো কখন। শুভ কামনা রইলো শপকুইন।আরো সেরা হও। দেশের টাকা দেশে থাকুক আমরাও ফ্যশন করে যাই।
Onnk onnk shuvokamona shop queen er Jonno..onek valobasi shop queen k..dine koy barcj shop queen er page ghure ashi tar hosab nei..r besi kisu likhlam na .soto soto 3 baccha nie saradin jontronay thaki.. mobile ta hate paina.pola pain mobile Nia tanatani kore.jokhon ektu hate pai shop queen ghure ashi…
শপ কুইন প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
শপ কুইনের সাথে আছি অনেক দিন ধরে,অনেক ড্রেস ও নিয়েছি। অভিযোগ করার মতো প্রোডাক্ট এখনো অবধি পায় নি,যা পেয়েছি তা শতভাগ মানসম্মত ও রিজেনোবল।
শপ কুইনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
শুভ জন্মদিন ভালোলাগা, ভালোবাসার শপ কুইন
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
A basket of greetings for ShopQueen on your special day “
আগামীতে আরও ভালো করুক, আরও এগিয়ে যাক এবং আরও সাফল্য লাভ করুক…অনেক শুভকামনা রইলো
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
Onak,onak suvokamona Didi.tumi onak Boro Hou,samnardik agia jaou.shopqueen k ovinondon.sobai Valo thako .love you shopqueen.
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শপকুইনের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ও ভালো বাসা।। আমার এক কলিক এর মাধ্যমে বছর তিনেক আগে শপকুইনের সাথে আমার পরিচয়। তখন থেকেই আমি সেতু দির লাইভ দেখা শুরু করি এবং মন থেকেই ভালো লাগা কাজ করে।। আমার অন লাইন কেনা কাটা শপকুইন থেকে শুরু এখন আস্তার সাথে শপ কুইনকেই বিশ্বাস করি এবং কিনা কাটা করি।। শপকুইন থেকে জামা শাড়ি পাঞ্জাবি কিনা হয়েছে।।সব গুলো ই চমৎকার ছিল।। ধন্যবাদ শপকুইন এর পুরো টিমকে। ভালো বাসা অবিরাম।।
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা
শুভ জন্মদিন ShopQueen সামনে এগিয়ে চলুক আরো সুন্দর সুন্দর কাজ উপহার দওক এই কামনা করি।
Shop Queen কে কখন থেকে অনুসরণ করি ঠিক মনে নেই। কেনাকাটা শুরু করেছি ২০২০ সাল থেকে।
আমি যখন লাইভ দেখি বা আগের লাইভ গুলি দেখতাম, আমার সহকর্মী রা বলতো এত কেমনে দেখেন, একই পেইজের লাইভ? ধীরে ধীরে আমার এগারো মহিলা সহকর্মীর মধ্যে ৮ জনই Shopqueen এর ক্রেতা হয়ে গেলো।উনারা এখন আমার চাইতেও বেশি কেনেন। আমার ননদ, জায়েরাও এখন ক্রেতা।প্রথমবার কেনার সময় তারা আমাকে কত কী জিজ্ঞেস করেছিল,ঠিক মত পাবো কি না,কাপড় কেমন, কাজ কেমন,এখন আর জিজ্ঞাসা করে না।
অনেক অনেক শুভ কামনা রইলো ShopQueen এর জন্য।
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
“শুভ প্রতিষ্ঠাবার্ষিকি শপকুইন
শপকুইন মানে ভালোবাসা,শপকুইন মানে ভালোলাগা, শপকুইন মানেই ইউনিক কালেশন। তাই জন্মদিনে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।সেই সাথে ভালোবাসা রইল শপকুইনের রানী সেতু দিদিভাইকে।শপকুইনের প্রতিটি টিম মেম্বারদের জন্য অনেক ভালোবাসা রইলো।তোমার সাথে আছি দিদিভাই,,তুমি দেশী আমার।বগুড়ার মেয়ে। ইনশাআল্লাহতুমি আরো অনেক দুর এগিয়ে যাবে,“
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
“প্রিয় শপকুইন,
প্রথম অনলাইন কেনাকাটা,
প্রথম শিউলিড্রেস হাতে পাওয়া,
তারপর শুধু ভালবাসা আর ভালবাসা
এভাবেই শপকুইনের সাথে পায়ে পা মিলিয়ে যেতে চাই বহুদূরে।
আজীবন থাকতে চাই প্রিয় শপকুইনের সাথে।
তাই বছরপূর্তিতে প্রাণঢালা অভিনন্দন
সুবর্না বাগচী।
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদে বার্তা
হ্যালো শপকুইন
শুভ জন্মদিন শপকুইন
তোমার সাথে আমার পরিচয় সেই ২০২০ সাল থেকে। কেন জানি তোমার থেকে চোখ সরাতে পারি না। বিশ্বাস, ভালো লাগা, ভালোবাসার অপর নাম শপকুইন।শপকুইন হলো আমার প্রথম অনলাইন শপিং ওয়েব সাইট যেখান থেকে আমি প্রথম কোন জামা কেনাকাটা করি এবং তখন থেকেই অনলাইন কেনাকাটা শুরু হয়। অসংখ্য ধন্যবাদ শপকুইন পরিবারের সদস্যদের যাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর ডিজাইন করা জামা পড়তে পারি।
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শুভকামনা বার্তা ফিল্ড মেনেজারের
আমাদের শপকুইন এর ৬ বৎসর পূতিতে শপকুইন এর স্বত্বাধিকারী প্রিয় সেতু আপু,পবিত্র দাদা সহ পুরা শপকুইন পরিবারের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা প্রিয় শপকুইন তোমার জন্য।
সেই ২০১৮ শেষ দিকে শপকুইন এর সাথে পথ চলা শুরু। শপকুইন অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে,
আমি বিশ্বাশ করি বর্তমান বাংলাদেশে যে কয়টি হাতের কাজ করা ড্রেসের পেজ আছে শপকুইন তাদের মধ্যে অন্যতম।
সেতু দিদির অক্লান্ত পরিশ্রম দৃঢ় মনোবল ও সঠিক সিদ্ধান্তে প্রিয় শপকুইন গৌরবের সাথে ষষ্ঠ বৎসরে পদার্পণ করায় আমি ও আমার পুরা টিম আজ আনন্দিত। স্বপ্ন দেখতে শিখেছি শপকুইন এর হাড ধরে, প্রিয় দিদি আমরা তোমার স্বপ্ন পূরণে শপকুইনের সাথে আছি ও থাকবো অবিচল। অনেক কিছু বলার ছিলো শপকুইন কে নিয়ে আমাদের এই পথ চলায় অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা ও ঘটনা আছে যা লিখে শেষ করা যাবে না। শুধু এটুকু বলবো সেতু দিদিকে এবং শপকুইন কে যারা দাবাতে চেয়েছিলেন তারা ঠেই না পেয়ে খেই হারিয়ে উল্টো পথে চলে গিয়েছে। সেতু দিদির কিন্তু (ব্রিজ)> সেতুর মতই দৃঢ় মজবুত মনোবল। যা আমাদের সত্যি সাহস যোগায়। দিদির সুস্থতা ও শপকুইনের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এপর্যন্তই।
ষষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিম মেম্বারের খোলা চিঠি বার্তা
শপ কুইনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে শপকুইনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা
যদিও শপকুইনের সাথে আমার পথ চলার অর্ধ বছর পূর্ণ হয়েছে তবুও অলরেডি অনেক অনেক মেমোরি ক্রিয়েট হয়ে গিয়েছে যে শপিকুইনকে চাইলেও আমি কোনোদিন ভুলতে পারবো না। আর ভুলতে চাই ও না অবশ্য
সবাই অলরেডি জানে শপকুইনের সক্ষমতা যার জন্য প্রতিনিয়ত সে তার চলার পথের সঙ্গী বৃদ্ধি করে এগিয়ে চলছে
যদিও আমি ড্রেস শপে জব করছি কিন্তু ড্রেস সম্পর্কে আমার আইডিয়া সত্যিই কম, সো ড্রেস নিয়ে আজ কোনো রিভিউ দিবো না…
সেতু আপু কে নিয়ে একটু বলবো জাস্ট আপু সত্যি একজন অসাধারণ পার্সন.. আমার লাইফের অন্যতম একজন বেষ্ট লীডার হচ্ছেন সেতু আপু
সেতু আপুর মতো গুছিয়ে কথা বলা, ভালোবাসা, চিন্তা করা সত্যি একজন পারফেক্ট মানুষ।
আমার কলিগ সিনিয়র জুনিয়র আপু ভাইয়ারাও অনেক জোস্ অনেক সাপোর্টিভ
তাদের প্রত্যেকের থেকেই আমি কিছু না কিছু শিখেছি
শপকুইনের অডিয়েন্স ও অনেক ভালো.. তারাও আমাদের অনেক ভালোবাসা দেয়, সাপোর্ট করে।
দেখা যাচ্ছে , আমরা যদি কখনো কোনো ভুল করি তারাই আমাদের সাপোর্ট করে শুধরে দেয়.. এইটা সত্যিই অনেক ভালোলাগে
ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য এভাবেই সবাই শপকুইনকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আমরাও চেষ্টা করবো আপনাদের ভালোবাসার মূল্য রাখতে, আমাদের জন্য দোয়া করবেন..
ইনশাআল্লাহ শপকুইন সামনে আপনাদের ভালোবাসায় আরো অনেক বড় হবে
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী জন্য ফিল্ড মেনেজার খোলা চিঠি
Prio shopquener hat dhore amar uddokta Howar golpo soro .shopquener sathe amar poth chole onekdin theke.shopquener jonno ami amar identity toiri korte peresi.onek osohai poribarer pase thakte partesi sodhu matro shopquener jonno.shopquen amn akta plat from narider jonno jar maddome narira kaj korar sahos rakhtese.
Setu apur kotha bole ses kora jabe na cos apu onek misuk amader kajer jonno prochor help kore.amader Tim leader jonno onek sacrifice kore apu ja bole ses kora jabe na.
Porisese shopquen uttor uttor sofolota orjon korok ai kamona kori
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী জন্য ফিল্ড মেনেজার খোলা চিঠি
প্রিয় শপকুইন
প্রথমে তোমাকে জানাই জন্মদিনের অগিম শুভেচ্ছা। তোমাকে সবাই শপকুইন বলে ডাকলেও, আমি তোমাকে চিনি আমার স্বপ্ন পুরনের l আশা হিসেবে।আমি শপকুইনের সাথে কাজ করছি অনেক দিন ধরে(২০১৯-২০২৩)। কাজ করার আগে আমাকে সবাই চিনতেো শুধুমাএ বাবা নামে যে অমুকের মেয়ে, অমুকের বৌ,অমুকের বোন সেই হিসেবে, কিন্তু আমি শপকুইনের সাথে কাজ করার সুবাদে আমি নিজের একটি পরিচয় পেয়েছি যে আমি একজন উদ্যোক্তা।আর এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শপকুইন আছে বলেই আমাদের মত অনেক ছোট ছোট নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে।ধন্যবাদ জানাই শপকুইন প্রতিষ্ঠাতার মালিক সেতু আপুকে। যাকে ছাড়া আমরা উদ্যোক্তা হতে পারতামনা।তার হাত ধরেই আমরা আরো সামনের দিকে যেতে চাই। আমাদের শত ভুল থাকলেও তা সংশোধনের সুযোগ দেয়। ভাল থাকুক শপকুইন টিম, ভাল কাজ করুক শপকুইন টিম,এই আশা ব্যক্ত করে শপকুইনের শুভ জন্মদিন।
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকীর জন্য ফিল্ড মেনেজারের খোলা চিঠি
শপ কুইন
তোমায় নিয়ে লিখি যেন সারা পৃথিবীর গান,তুমি আমার প্রথম কাজের শুরু, তুমি আমার স্বপ্ন পূরন, তুমি আমার হাজার প্রেরনা, তুমি আমার পথ চলা,তুমি সবার বসন্ত বাহার।।আমার উদ্যোক্তা হওয়ায় কিছু দিন পরেই শপকুইন পরিবারের সাথে পথ চলা শুরু,শপকুইন টিমেরর কাছে অনেক কিছুই শেখেছি এবং শিখছি যা একজন উদ্যোক্তার জন্য খুবই জরুরী। আমার মত ছোট্ট উদ্যোক্তা জন্য শপকুইনের সহযোগীতা ও ভালোবাসা অনেক কিছু। দিদি সহ শপকুইন টিম মেম্বারদের সবার ব্যবহার সত্যিই অনেক ভালো। ভুল শুধরানোর সুযোগে শপ কুইন দেয়। এভাবেই কাজকে ভালো বেসে শপকুইনের হাত ধরেই পাড়ি দিতে চাই আগামীদিন গুলো।
আসছে ৬ই মার্চ শপ কুইন প্রতিষ্ঠা বার্ষিকী।শপ কুইনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শপ কুইন এগিয়ে যাক আরো বিশাল ভাবে।তৈরি করুক আমার মত অনেক নারী উদ্যোক্তা। শপ কুইনের জন্য ভালো বাসা।সব টিম মেম্বার জন্য শুভেচ্ছা। শপকুইন সব সময় নতুন কিছু দিয়েই হাজারো ফাগুন পাড়ি দিয়ে যাক।
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকীর জন্য ফিল্ড মেনেজারের খোলা চিঠি
কাজের চেয়ে আমি বেশি পছন্দ করি আন্তরিকতা ,, যেটা আমি শপ কুইন থেকে পেয়েছি ।
কাজ কত দিন করতে পারব সেটা আল্লাহ পাক জানেন ,তবে শপ কুইন অনেক কিছু শিখিয়েছে ,ভুল ত্রুটি বুঝিয়েছে ,, যার কারণে আজ অনেক অভিজ্ঞ মনে হয় ।সুযোগ না দিয়ে যদি বলত ড্রেস আর নিব না ,তাহলে হয়ত এত দূর আসতে পারতাম না । তাছাড়া আমার যেসব মেয়েরা সরাসরি কাজ করে তারা ও অনেক উপকৃত হচ্ছে এই শপ কুইন এর মাধ্যমে ।এর সব চেয়ে বড় উদাহরণ 2020 সাল, যখন করোনা শুরু সব দিক থেকে দিশেহারা ,,শপ কুইন ঠিক আমার আর আমার মেয়েদের পাশে ছিল ।
এই সব কারণে মন থেকে দোয়া ।কাজ করি আর না করি দোয়া থাকবে চিরদিন ।
শপ কুইনের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে ফিল্ড মেনেজারের খোলা
প্রিয় শপ কুইন, প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই ঋতুরাজ বসন্তে শিমুল পলাশের শুভেচ্ছা ও অভিনন্দন। শপ কুইন শুধুমাত্র একটি নামই নয় শপ কুইন একটি ব্র্যান্ড। আমাদের দৃষ্টিকোণ থেকে সততা এবং আন্তরিকতা শপ কুইন এর ব্যবসার মূলধন। শপ কুইন এর এই দীর্ঘ পথ চলার সঙ্গী হতে পেরে আমরাও গর্বিত। প্রত্যক্ষ ভাবে শপ কুইন একটি ব্যবসা প্রতিষ্ঠান । পরোক্ষভাবে সমাজ উন্নয়নে ও একটা বড় ভূমিকা পালন করে চলেছে। যেমন শপ কুইন এর সাথে পথ চলার মাধ্যমে আমরা প্রায় ৪০০ জন জন দুস্থ মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি যার অংশীদারিত্ব শপ কুইন এর ও আছে। সে দিক থেকে শপ কুইন কে একটি সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান ও বলা যায়। সততা আন্তরিকতা পরিচ্ছন্ন লেনদেন সবদিক থেকেই শপ কুইন অন্য যে কোন প্রতিষ্ঠানের থেকে আলাদা । যার কারণে আমরা শপ কুইন এর সাথে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি। শপ কুইনের এই পথ চলা আরো দীর্ঘ হোক। বিস্তৃত হোক শপ কুইনের আঙ্গিনা এই প্রত্যাশায় । শুভ জন্মদিন।
শপ কুইনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিজাইনার টিমের খোলা চিঠি
শপকুইনের সাথে আমার পথচলার শুরু সেই ২০২১ সালে। যদিও শুরুটা হয়েছিলো ডিজাইনার হিসেবে, শুধু মাত্র নকশা করে দেয়াই ছিলো মূল দ্বায়িত্ব, কিন্তু পরবর্তীতে আপুর উৎসাহ পেয়ে ডিজাইনের পাশাপাশি শপকুইনের জন্য নিজে ড্রেস বানানো শুরু করি। শপকুইনের সাথে এই দীর্ঘযাত্রায় আপু কখনোই আমার ভুলগুলোকে বড় করে দেখেন নি, বরং আরো ভালো করার উৎসাহ দিয়ে গেছেন সবসময়। এতে করে আমার আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা যেমন বেড়েছে, সেইসাথে কাজের স্পৃহা ও আন্তরিকতাও অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া শপকুইনের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। ফলে তাদের কাজগুলো কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে, সেইসাথে তাদের কাছ থেকেও অনেককিছু শেখার সুযোগ হয়েছে। সবচেয়ে বড় কথা, শপকুইনের সাথে থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি, নিজের সামর্থ ও সীমাবদ্ধতাগুলো যাচাই করার সুযোগ পেয়েছি। তাই একজন আনাড়ি ডিজাইনার থেকে আজ একজন উঠতি উদ্যোক্তা হয়ে উঠার পেছনে শপকুইনের অবদান অনস্বীকার্য।