All posts by admin

তার সাথে একা কিছুক্ষণ…..

আমার পুরাতন ব্লগ থেকে নেয়া 

তুমিঃ আমি বলেছিলাম আমি আর দ্বিতীয় কোন মানুষ কে বলবো না।

আমিঃ ও তার মানে কি এই, তুমি শুধু আমাকেই বললে না এর মধ্যেও তুমি তাকে টানছ। ভাল তোমাদের এইরুপ ভালবাসাকে কি করে যে স্মমান জানাই। সে যাইহোক আমি যে প্রথম না তা কিন্তু তুমিই আমাকে মনে করিয়ে দাও।

তুমিঃ কেন আপনার আপনার কি প্রথম, প্রথমা, দ্বিতীয়া এরা সব কোথায়? তারা কি আজকাল আপনাকে ফোনদেয় না?

আমিঃ তারা ফোন কেন দেবে, আমি কে তাদের? তুমি যে কি করতে বল তুমি কি জান?

তুমিঃ হুম জানি, বিয়ে করেন অনেক দিন হল আমাদের কেউই বিয়ে করছে না। ছোট মামার তো আরও দেরি হবে মনে হয়। তাছাড়া শুনলাম আপনার মা নাকি আপনার জন্য …

আমিঃ কেন তোমরা আগে করলেই তো পার, আর তাছাড়া আমার তো এখনো পড়া শেষ হয়নি, ছোট জনের জন্য একটা ব্যাবস্থা করতে হবে তো।

তুমিঃ কেন বিয়ে করলে তো আরও ভাল, আপনার অনেক সুবিধা হবে যেমন, নোট করে দেওয়া আরও কত কি…?

আমিঃ দেখ আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তুমি কি বলবে সেটা বল।

তুমিঃ কেন সময় নষ্ট করছি? আচ্ছা শুধু এটুকই বলেন মামা কে কি অগুলো আপনিই দিয়েছিলেন?

আমিঃ না আমি কি দিব মামা কে?

তুমিঃ হুম, জিত কি আপনাকে জিনিস না ফেরত দিয়েছে?

আমিঃ দেখ, কে কি ফেরত দিল না দিল তা তো তোমাকে বলতে পারব না। তবে এটুকই বলতে পারি তুমি যা চাঁচ্ছ তাই হয়েছে।

তুমিঃ ও তাই তো, আমায় কেন বলবেন। আপনি যে মিথ্যে বলছেন তা বুজতে পাড়ছি। নিজে যে কি চান সেটাও জানেন না।

আমিঃ তুমি কি জান? আমার মনে হয় তুমি এখনও অনেক ব্যাপার বুঝ না। সেদিন বলেছিলে না, ঈশ্বর তোমার ভাল করেছেন। আসলেই সে ভাল করেছে।

তুমিঃ হুম সে যে কি ভাল করেছে তা তো সবাই দেখছে, যাই হোক ভাল থাকেন। মা মনে হয় আমাকে ডাকছে, জিত কিছু বলেলে আমাকে অবশ্যই জানাবেন।

তার কিছুক্ষণ পর একটানা বৃষ্টি আর বাতাস, মনে হয় এবার ঢাকাতে শীত এভাবেই আসবে, আচ্ছা শীতকাল কি রোমান্টিক কাল?

সমসাময়িক আমি ও আমার কাজকর্ম

আগেই বলে নেই এই লেখাটা নিজেকে মোটিভেট করার জন্য। জানি না লিখে কোন কাজ হবে কিনা। প্রসঙ্গে আসা যাক, আজ ১মাস হয়ে গেল প্রায় আমাদের নতুন কোম্পানির আইনগত নিবন্ধন হয়ে গেছে এথন তো মাত্র কাজের শুরু। আর আমি এখনও ঝিমাচ্ছি… আজ পর্যন্ত কোন কৌশলগত পরিকল্পনা নেই, নেই কোন  কাজের তালিকা। মনে হচ্ছে আবার বুঝি ঝিমুনি চলে আসে। এই লেখাও শেষ করতে পারব না।

বিজ্ঞানের জন্য যে মনের ভিতর একটা টান আছে তা অনেক আগেই জানা হয়েছিল। সেই বিজ্ঞান কল্প কাহিনি থেকে শুরু করে বাংলায় ডাবিং করা ম্যাকগাইভার, নাইট রাইডার’স, আর্থ ( Earth- The Final Conflict) দেখে আরও বেশি বেশি মাথা খারাপ হয়ে যেত। পরতে হবে বিজ্ঞান জানতে হবে বিজ্ঞান। নতুন কিছু আসলেই সেটা চাই চাই।

এখনও আমার মনে পরে  Yo Yo’র কথা। সাধারন গুলো আমার ছিল দুইটা। কিন্তু লাল বাতি জ্বালানো গুলো ছিল না। যাইহোক মা’কে বলালাম কিনে দাও। না দিবে না সে, কারন সারাদিন পড়া বাদ দিয়ে ঘুরে বেরানোর সাস্থি। তারপর এল ব্রিক গেম  ওরে মাথা নষ্ট … মনে হয় একটা ছোট কম্পিউটার। বেশ কিছু ছিল আমার আর ছোট ভাইয়ের জেদে পাওয়া।

উপরে দুই প্যারা লিখলাম এ জন্যে যে বিজ্ঞান নিয়ে অনার্স করতে পারি নাই তাই বলে কি বিজ্ঞান ছাড়ব? না এ হতেই পারে না। তাই এবার নতুন কোম্পানি দিয়ে ফেললাম প্রযুক্তি নির্ভর। বলবেন সাহস তো কম না? হুম আমি সাহস পাই কারন আমার কাছে আছে বিশাল বন্ধু বাহিনি। যারা আজ আছে প্রযুক্তির মাঠে বীরদর্পে। তাহের কিছু উপদেশ, দিক নির্দেশনা আর মূল্যবান সময় নিয়েই আমাদের এই কোম্পানির আসল স্থায়ী সম্পতি।

আমরা স্বপ্নদেখি, একদিন আমারা   Angry Birds   বা  Despicable Me: Minion Rush এরমত গেম নিয়ে কাজ করব।  আমদের দেশের কোন ব্যাংক বা অন্য প্রতিষ্টান কে বাইরের দেশের সফটওয়্যার নিয়ে বোঝা বাড়াতে না হয়। যদিও অনেকে চেষ্টা করছে, তবুও যেন কম হয়ে আছে। দরকার আরও চেষ্টা সম্মিলিত চেষ্টা।

আমাদের কাজ করার ইচ্ছা বেশি Cloud, Big Data, Security and Privacy in Mobile Tech আরও কত কি…। যদি সব কিছু ঠিক থাকে অর্থের যোগান হয় তবে আমরা  Cloud Computing আর Big Data’ র কর্মশালায় যাব। দেখব টেক জায়ান্ট’ রা কি করবে আগামি বছর গুলতে আর আমারা কি করার সক্ষমতা রাখি।

সবশেষে  Science Congress এর কথা বলি। এবার ভাল ভাবেই যোগ দান করব এই বিশাল টিম এর সাথে। এই সপ্তাহেই গাইবান্ধা আর জয়পুরহাট এ যাব এর বার্তা নিয়ে। আসা করছি ভালভাবে করতে পারব সব। তবে দরকার সবার সাহায্য। যদি কারও সময় থাকে তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে গাইবান্ধা আর জয়পুরহাট এর কর্মশালার আগে।

ঘুম ঘুম ক্লাস রুম… এক বড় ভাইয়ের পোস্ট দেখে সত্যিই ঘুম চলে আসলো…

তনুর গাওয়া গান

গানটা আমার এক ছোট ভাই “তনু“র, ও অনেক দরদ ভরে গানটা করত ..।

একটা দিন কি তুমি কাঁদাতে পারনা

একটা দিন কি ভেজাতে পার না
আমার শূন্য আকাশ দেখনা
খুব ইচ্ছে আমার … তুমি আমার
কাছে ।
আমি আছি রেখে হাত তোমার
হাতে ।

বিষন্ন এ মন, একা যখন, তোমায়
ছুঁয়ে আসা বাতাস বলে,
আছ তুমি কাছে ।

জ্যোৎন্সা ভেজা রাতে একা
চাঁদের সাথে জেগে
থাকা পাখিরাও বলে
তোমার কথা…. জাগে
আমার সাথে।

খুব ইচ্ছে আমার … তুমি আমার
কাছে ।
আমি আছি রেখে হাত তোমার
হাতে ।

তোমার সাথে আলাপন

“বৃষ্টিতে ছাউনী হব

রোদে ছাতা হব

সমুদ্রে দ্বীপ হব

ঝড়ে ঘর হব

গ্রীষ্মে সমীরন হব

শীতে চাদর হব

ভোরে শিশির হব

তিমিরে আলো হব”

>>>>>>কথা গুলো অনেক কমোন হঠাৎ করেই এল অন্য কোথাও হয়ত পড়েছি বা শুনেছি, সে যাই হোক আপনাদের কাছে অনুরোধ একে আরও সুন্দর ও নির্ভুল করে তোলা।

For your own financial plan know the Financial System!

What is it?

The financial system allows funds to be circulated among different groups of people. Those groups are may define as savers, investors, and intermediaries.

It allows the transfer of money between savers and borrowers.  That is the flow of funds depends on the financial system.

The Functions of Financial system;

There are many functions of the financial system. Among them;

  • Saving
  • Liquidity
  • Payment
  • Controling risk
  • Policy Function

Components of Financial System;

There are three components of the financial system.

  1. Financial Institutions or Financial Intermediaries
  2. Financial Instruments or Financial Assets
  3. Financial Markets

Let’s take have a short description of the above three components of this system;

1. Financial Institutions or Financial Intermediaries:

An intermediary is a matchmaker between surplus units and deficit units. They transfer funds to borrowers from savers. The classic example of a financial intermediary is a bank that consolidates deposits and uses the fund to transform them into loans. (Wiki)

Major types of Financial institutions;

  • Banks
  • Non-Banking financial institutions
  • Insurance companies
  • Mutual Funds

2. Financial Market: 

It is a market for the creation and exchange of financial assets. Or in other words, a market in which people and entities can trade financial securities, commodities. The financial market is not a physical market place rather it is the system that allows trading those financial assets.

The most common financial markets are; Money Market and Capital Market 

Money markets have two components Local currency market and the Foreign currency market.

Capital Market consists of the Debt market and Equity Markets 

3. Financial Assets: 

A financial asset is an intangible asset that represents the value because of a contractual claim.

 Primary (Ordinary Shares, Preference Share, Debenture, Innovative Debt Instruments)   Indirect and Derivatives (Forward, Future and Option) those are the main category of Financial Assets.

Reference: Wikipedia, Investopedia, Answer