Category Archives: সাহিত্যের কাছাকাছি (Near about literature)

সাহিত্য চর্চা করার প্রয়াস (Acting like an author)

তার সাথে একা কিছুক্ষণ…..

আমার পুরাতন ব্লগ থেকে নেয়া 

তুমিঃ আমি বলেছিলাম আমি আর দ্বিতীয় কোন মানুষ কে বলবো না।

আমিঃ ও তার মানে কি এই, তুমি শুধু আমাকেই বললে না এর মধ্যেও তুমি তাকে টানছ। ভাল তোমাদের এইরুপ ভালবাসাকে কি করে যে স্মমান জানাই। সে যাইহোক আমি যে প্রথম না তা কিন্তু তুমিই আমাকে মনে করিয়ে দাও।

তুমিঃ কেন আপনার আপনার কি প্রথম, প্রথমা, দ্বিতীয়া এরা সব কোথায়? তারা কি আজকাল আপনাকে ফোনদেয় না?

আমিঃ তারা ফোন কেন দেবে, আমি কে তাদের? তুমি যে কি করতে বল তুমি কি জান?

তুমিঃ হুম জানি, বিয়ে করেন অনেক দিন হল আমাদের কেউই বিয়ে করছে না। ছোট মামার তো আরও দেরি হবে মনে হয়। তাছাড়া শুনলাম আপনার মা নাকি আপনার জন্য …

আমিঃ কেন তোমরা আগে করলেই তো পার, আর তাছাড়া আমার তো এখনো পড়া শেষ হয়নি, ছোট জনের জন্য একটা ব্যাবস্থা করতে হবে তো।

তুমিঃ কেন বিয়ে করলে তো আরও ভাল, আপনার অনেক সুবিধা হবে যেমন, নোট করে দেওয়া আরও কত কি…?

আমিঃ দেখ আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তুমি কি বলবে সেটা বল।

তুমিঃ কেন সময় নষ্ট করছি? আচ্ছা শুধু এটুকই বলেন মামা কে কি অগুলো আপনিই দিয়েছিলেন?

আমিঃ না আমি কি দিব মামা কে?

তুমিঃ হুম, জিত কি আপনাকে জিনিস না ফেরত দিয়েছে?

আমিঃ দেখ, কে কি ফেরত দিল না দিল তা তো তোমাকে বলতে পারব না। তবে এটুকই বলতে পারি তুমি যা চাঁচ্ছ তাই হয়েছে।

তুমিঃ ও তাই তো, আমায় কেন বলবেন। আপনি যে মিথ্যে বলছেন তা বুজতে পাড়ছি। নিজে যে কি চান সেটাও জানেন না।

আমিঃ তুমি কি জান? আমার মনে হয় তুমি এখনও অনেক ব্যাপার বুঝ না। সেদিন বলেছিলে না, ঈশ্বর তোমার ভাল করেছেন। আসলেই সে ভাল করেছে।

তুমিঃ হুম সে যে কি ভাল করেছে তা তো সবাই দেখছে, যাই হোক ভাল থাকেন। মা মনে হয় আমাকে ডাকছে, জিত কিছু বলেলে আমাকে অবশ্যই জানাবেন।

তার কিছুক্ষণ পর একটানা বৃষ্টি আর বাতাস, মনে হয় এবার ঢাকাতে শীত এভাবেই আসবে, আচ্ছা শীতকাল কি রোমান্টিক কাল?

তনুর গাওয়া গান

গানটা আমার এক ছোট ভাই “তনু“র, ও অনেক দরদ ভরে গানটা করত ..।

একটা দিন কি তুমি কাঁদাতে পারনা

একটা দিন কি ভেজাতে পার না
আমার শূন্য আকাশ দেখনা
খুব ইচ্ছে আমার … তুমি আমার
কাছে ।
আমি আছি রেখে হাত তোমার
হাতে ।

বিষন্ন এ মন, একা যখন, তোমায়
ছুঁয়ে আসা বাতাস বলে,
আছ তুমি কাছে ।

জ্যোৎন্সা ভেজা রাতে একা
চাঁদের সাথে জেগে
থাকা পাখিরাও বলে
তোমার কথা…. জাগে
আমার সাথে।

খুব ইচ্ছে আমার … তুমি আমার
কাছে ।
আমি আছি রেখে হাত তোমার
হাতে ।

তোমার সাথে আলাপন

“বৃষ্টিতে ছাউনী হব

রোদে ছাতা হব

সমুদ্রে দ্বীপ হব

ঝড়ে ঘর হব

গ্রীষ্মে সমীরন হব

শীতে চাদর হব

ভোরে শিশির হব

তিমিরে আলো হব”

>>>>>>কথা গুলো অনেক কমোন হঠাৎ করেই এল অন্য কোথাও হয়ত পড়েছি বা শুনেছি, সে যাই হোক আপনাদের কাছে অনুরোধ একে আরও সুন্দর ও নির্ভুল করে তোলা।